নিজস্ব প্রতিনিধি:
রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় ফুলতলা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর দক্ষতা উন্নয়ন কর্মশালা ৯ই অক্টোবর বুধবার ফুলতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মশালার সভাপতিত্ব করেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল বাশার । আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলেটেটর মিতা মজুমদারের সঞ্চলনায় উক্ত কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল।
অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “প্রেরণার আলোকশিখা” নামক একটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে।
কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের সিটিসি’র অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ, মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, সারভাইভারদের সুরক্ষার জন্য ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বরাদ্দ ও বরাদ্দের সদ্বব্যবহার, জনসচেতনতা সৃষ্টিতে সারভাইভারের সুরক্ষা বিষয়ক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা, মানব পাচার প্রতিরোধ কমিটিকে সম্পৃক্তকরণের গুরুত্ব, কৌশল নির্ধারন ও ৬মাসের কর্মপরিকল্পনা গ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260