রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

ফুলতলায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

13 August, 2025 2:24:18


নিজস্ব প্রতিনিধি :

আশ্বাস প্রকল্পের সহায়তায় ফুলতলা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ১৩ আগস্ট বুধবার সকালে অত্র ইউনিউন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাসার।

‎সভার শুরুতে গতসভার রেজুলেশন পাঠ করেন সিটিসির সদস্য মেরী পারভীন। সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্যানেল চেয়ারম্যান কবিতা পারভীন।
‎আলোচনায় অংশ নেন ইউপি সদস্য সোনালী আক্তার, রিক্তা বেগম, মো: মহিউদ্দিন, সহকারী সচিব শিবুপদ বিশ্বাস, স্বাস্থ্য সহকারী সেলিনা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, বেজেরডাঙ্গা মসজিদে ইমাম হোসেন আলী, সাংবাদিক গৌড় হরিদাস, সমাজ সেবক বাবর আলী, শহিদুল ইসলাম প্রমুখ।

‎সভায় ইউনিয়ন পর্যায়ের সিটিসি’র অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ, মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, সারভাইভারদের সুরক্ষার জন্য ইউনিয়ন পরিষদের বাজেটের সদ্বব্যবহার, জনসচেতনতা সৃষ্টি ইত্যাদি বিষয়ে বিষদ আলোচনা করা হয়। সভায় মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের সনাক্তকরণ, সহায়তা প্রদান এবং পূনর্বাসন পরিসেবাগুলি সাথে রেফার করে সারভাইভারদের সকল প্রকার সেবা নিশ্চিতকরণের জন্য সকলে একমত পোষন করেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support