ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত | বঙ্গ নিউজ

ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

7 April 2025, 2:40:30

 

রূপসা প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বাদ আছর উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল উপজেলা সদর হয়ে নতুনহাট বাজার মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
জামায়াতে ইসলামী বাংলাদেশ রুপসা উপজেলা শাখার সভাপতি মাওলানা লাবিবুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ইমনের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, মাওলানা হেকমত আলী ডাক্তার রেজাউল কবির খান, প্রভাষক আসাদুজ্জামান আসাদ, হাফেজ ক্বারী মাওলানা মামুনুর রশীদ, মোঃ সাইফুল ইসলাম, সেলিম রেজা, মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা মোঃ আব্দুল্লাহ, হাফেজ মাওলানা গোলাম রসুল, হাফেজ মোঃ সাইফুল ইসলাম, হাফেজ রবিউল ইসলাম, মাওলানা মোঃ আনিছুর রহমান, মোঃ সেলিম আজাদ, মোঃ মনিরুল ইসলাম, নাসিম ফরাজী, জসিম উদ্দিন, আব্দুল গাফফার, মোঃ হুমায়ুন কবির, ডাক্তার সাইফুল ইসলাম, আবু জাফর, আল আমিন।
সমাবেশে বক্তারা, অবিলম্বে যুদ্ধবিরতি লংঘন করে বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানান। বক্তারা আরো বলেন, নিরপরাধ ফিলিস্তিনিদের উপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা ইসরাইলি পণ্য বয়কটের জন্য আহ্বান জানান।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: