মো: মোশারেফ আলী সোহেল :
পহেলা ফাগুন এবং ভালোবাসা দিবস, বর্তমানে তরুণ সমাজের কাছে খুবই প্রিয় উৎসব। দুটো উৎসব একই দিনে হওয়ায় বসন্ত আর ভালোবাসা মিলে যেন একাকার হয়ে যায়। দিনটিকে সামনে রেখে খুলনার ফুলের দোকানগুলোতে তরুণ তরুণীসহ উঠতি বয়সীদের বেজায় ভিড় দেখা গেছে।
এছাড়াও নগরীর বিভিন্ন মোড়ে দেখা গেছে অস্থায়ী ফুলের দোকান। অন্য সময়ে যে গোলাপ ফুলের দাম ছিল ১০ টাকা, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সেই গোলাপের দাম এখন ৩০ টাকা থেকে শুরু হয়। দুদিন আগেও এ গোলাপ বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ টাকায়।
বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাগুন আবার সপ্তাহ বাদে আসছে একুশে ফেব্রæয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছরের মতো এবছরও এসব উপলক্ষকে ঘিরে সরগরম হয়ে উঠেছে খুলনার ফুলের বাজার। তবে ক্রেতারা বলেছে এবার দামের উত্তাপটা একটু বেশিই মনে হয়েছে অন্যান্য বছরের তুলনায়।
ফারাজীপাড়া ফুল মার্কেটের ফুলেরশ্বরী, নাইট, বিয়ের ফুল, বিসমিল্লাহ ঘর, বেলী গার্ডেন, পুরবী পুষ্পালয়, ফুলের মেলা, পুষ্পমালা, গোলাপ কানন, স্বপ্নের ঠিকানা, রজনীগন্ধা, ভ্যালেনটাইন ফ্লাওয়ার, নিউ রোজ গার্ডেন ও দোলনচাপা নামক দোকান গুলি সেজেছে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে। দৌলতপুর, খালিশপুর, বয়রা ও নিউ মার্কেটের ফুলের দোকানেও অনুরূপ আয়োজন।
আজ সকালে সরকারি পাইওনিয়র মহিলা কলেজের ৩য় বর্ষের ছাত্রী ফাতেমা ফারাজীপাড়া ফুল মার্কেটে ফুল কিনতে এসেছেন। সঙ্গে তার দুই বন্ধু। গোলাপ ফুল ও রজণীগন্ধা কেনার জন্য তিনি সেখানে এসেছেন। ফাতেমা দৈনিক অনির্বাণ’কে বলেন, ভালোবাসা দিবসে ফুল কিনেছি, তবে দাম একটু বেশি।
ফুল কিনতে আসা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম ফারহানা ও জয়া দাস জানান, ফুল ছাড়া বিশেষ দিবসগুলো উদযাপনের কথা ভাবাই যায় না। এবারও তারা বসন্ত বরণ ও ভালবাসা দিবসের জন্য ফুল কিনতে এসেছেন। বাড়তি ভিড়ের আশঙ্কায় একদিন আগে তারা এখানে এসেছেন। ফুলের দাম এবার বেশি বলে তারা মনে করছেন। তারপরও প্রিয়জনের জন্য তারা ফুল কিনছেন।
ফারাজীপাড়া ফুল মার্কেটের বিয়ের ফুল’ নামক দোকানের মালিক শেখ মোঃ নাসিম কচি বলেন, খুলনা মহানগরীর সবচেয়ে বড় ফুলের মার্কেট এটি। মোট দোকান ১৩টি। বরাবরের মতো বেশি বিক্রি হচ্ছে গোলাপ ও রজনীগন্ধা। এছাড়াও বিক্রি হচ্ছে গ্যাডিউলাস, গাঁদা, অর্কিট, জবেরা, ভূট্টা, ইউলেস্টার ও জিবসি। এসব ফুল যশোর, মেহেরপুর, ঝিনাইদাহ, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আমদানি হয় খুলনাতে। বেলী গার্ডেন দোকানের মালিক জাহিদ শেখ বলেন, এখন পর্যন্ত বেচাকেনা ভালো হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260