প্রকৃতির রূপ
কলম: আজিজুর রহমান।
গাছের পাতায় লতায় লতায়
শিশির পড়ে ফোঁটাই ফোঁটাই।
প্রভাতে ভেজা পাখিরা সব,
রবির আলোই পালক শুকাই।
বাঁশের পাতায় চালের বাতায়,
পিঁপড়ার সারি কোথায় লুকায়।
নাটা বনের বাজনার তালে
ময়ূর পাখি পেখম মেলায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260