পোয়েট্রি ফর ফিলিস্তিন অ্যাওয়ার্ড পেলেন কবি,কথাসাহিত্যিক, আবৃত্তিকার,উপস্থাপিকা, রন্ধন শিল্পী এবং নারী উদ্যোক্তা তানিয়া তামান্না | বঙ্গ নিউজ

পোয়েট্রি ফর ফিলিস্তিন অ্যাওয়ার্ড পেলেন কবি,কথাসাহিত্যিক, আবৃত্তিকার,উপস্থাপিকা, রন্ধন শিল্পী এবং নারী উদ্যোক্তা তানিয়া তামান্না

7 November 2024, 12:50:11

বঙ্গ সাহিত্য :

পোয়েট্রি ফর ফিলিস্তিন অ্যওয়ার্ড পেলেন বহুমাত্রিক গুনে গুনান্বীত কবি,সাহিত্যিক,আবৃত্তিকার,নারী উদ্যোক্তা ও রন্ধন শিল্পী তানিয়া তামান্না।

গত ২৬শে অক্টোবর ২০২৪ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, রমনা ঢাকায় সেমিনার হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন, মাননীয় ধর্ম উপদেষ্টা এবং ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী।

জাতীয় কবিতা মঞ্চ এবং ইরান সাংস্কৃতিক কেন্দ্র, ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাস -এর যৌথ উদ্যোগে আয়োজিত পোয়েট্রি ফর ফিলিস্তিন কনফারেন্সে জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, চেয়ারম্যান, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মজিবুর রহমান মঞ্জু, বিশিষ্ট রাজনীতিবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব, মেজর জেনারেল এহতেশামুল হক, খ্যাতিমান ছড়াকার আসলাম সানী সহ সমাজের বিশিষ্টজনেরা।

তানিয়া তামান্না মানিকগঞ্জের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারের ছোট মেয়ে। তিনি পাবনা জেলায় জন্মগ্রহণ করেন এবং পাবনা এ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে। বর্তমানে নিজের চায়নিজ রেস্টুরেন্ট পরিচালনা করছেন। পাশাপাশি লেখালেখি, আবৃত্তি এবং বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা সহ টিভিতে কুকিং শো এবং কালচারাল শো করছেন।

ইতিপূর্বে তিনি বিভিন্ন কালচারাল অ্যাওয়ার্ড সহ নারী উদ্যোক্তা হিসাবেও অনেক সম্মাননা পেয়েছেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: