‘নিরাপদ সড়ক চাই ‘ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে উদযাপন করার লক্ষ্যে ৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় নগরীর টিবি বাউন্ডারি মডার্ন টাওয়ারস্থ অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই’র খুলনা জেলা সভাপতি মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিরিনা বেগমের সঞ্চালনায় বিভিন্ন কর্মসূচি ও মতামত প্রদান ও গৃহীত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মো: বাহালুল আলম,মামুনার রশীদ,মো:মোস্তাফিজুর রহমান,রফিকুল ইসলাম,মৌসুমী আক্তার বর্ণা,মো: রবিউল ইসলাম,ফাহিম মুনতাসীর প্রমূখ।
আগামী ২২ অক্টোবর নিরাপদ সড়ক চাই দিবসের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের উদ্দেশ্য ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: