নিজস্ব প্রতিনিধি:
নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। নারীর প্রতি পুরুষের অধস্তন ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নারীর উন্নয়নকে ব্যাহত করছে। এ অবস্থায় নারীর সমঅধিকার নিশ্চিতে ছাত্রসমাজকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। ২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রূপান্তর আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে এ কথাগুলো বলেন বক্তারা।
‘১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪’ উপলক্ষে আশ্বাস : মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা রূপান্তর মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ আয়োজন করে। অনুষ্ঠানে বক্তাব্য রাখেন নারী নেত্রী ও উন্নয়ন কর্মী শামিমা সুলতানা শিলু, আইনজীবী ও মানবাধিকার কর্মী এ্যাড. মমিনুল ইসলাম ও অশোক কুমার সাহা।
বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। সহিংসতার ঘটনা কেবল নারীর জীবনকেই বিপন্ন করে না; বরং রাষ্ট্রীয় ও সামাজিক অগ্রগতিতে বাধা দেয়। তিনি নারীর প্রতি সহিংসতা নির্মূলে রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিতের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। নারীর প্রতি অধস্তন ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, নারীবান্ধব আইনগুলোর যথাযথ প্রয়োগ করতে না পারা, বিচারিক কাজে দীর্ঘসূত্রতার ফলে নারীর উন্নয়ন, তথা দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা নির্মূলে বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির অধিকার, সন্তানের অভিভাবকত্ব এসব ক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান নারী নেত্রী ও উন্নয়ন কর্মী শামিমা সুলতানা শিলু । শপথ বাক্যে বলা হয়, নারীর বিরুদ্ধে সবরকম সহিংসতাকে অন্যায় ও অগ্রহনযোগ্য অপরাধ হিসেবে মনে করব। নারীর বিরুদ্ধে সবরকম সহিংসতা প্রতিরোধে নারীকে প্রতিরোধক্ষম হয়ে উঠতে আমার সকল প্রচেষ্টা হবে বিনিয়োগ। প্রতিদিনের, প্রতিমুহূর্তের, পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে এই হোক আমাদের শপথ।
অনুষ্ঠানে নারী সংগঠনের প্রতিনিধি, ইয়োথ ক্লাবের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র, শিক্ষক, সরকারী বেসরকারী চাকুরীজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, গৃহিনী, সিটিসি সদস্য, সিটিআইপি প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তরের লজিষ্টিক অফিসার অসীম আনন্দ দাস।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260