ধীর কৃষ্ণ রায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করেছে | বঙ্গ নিউজ
হোম / ধর্ম / বিস্তারিত

ধীর কৃষ্ণ রায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করেছে

3 September 2024, 7:00:28

বঙ্গ ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী গ্রাম্য চিকিৎসক ধীর কৃষ্ণ রায়। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) তিনি সদস্য ফরম পূরণ করে এই দলে যোগ দেন। তিনি খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার খলিশা এলাকার বাসিন্দা। এ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দিয়ে পোস্ট দিয়েছেন।

ইসলামী আন্দোলনের দাকোপ উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম জানান, ধীর কৃষ্ণ রায় নিজেই আগ্রহী হয়ে তাদের দলে যোগ দিয়েছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো ধর্মের লোক এই দল করতে পারবে।

এ ব্যাপারে ধীর কৃষ্ণ রায় জানান, দলে যোগদানের জন্য কেউ তাকে চাপ প্রয়োগ করেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার কোনো ভয় বা আতঙ্ক নেই। তিনি বিভিন্ন সময় শফিকুল ইসলামের কথাবার্তা শুনেছেন। তার কথা শুনে ভালো লেগেছে, সে কারণে তিনি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: