মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার হতে দেবো না………উপদেষ্টা আসিফ মাহমুদ

11 October, 2024 6:41:22

বঙ্গ ডেস্ক :

দুর্গাপূজা যেন দেশের মানুষ নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য অন্তবর্তীনকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, নতুন বাংলাদেশে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না। সেটি নিশ্চিত করার জন্য আমরা যতদিন আছি কাজ করে যাব।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর গল্লামারীর হরিচাদ ঠাকুর মন্দির পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা জানালেন খুলনায় দুর্গাপূজা আনন্দের সঙ্গে পালন করা হচ্ছে। আমরা সারা দেশের ক্ষেত্রেও এটি চাই। ইতোপূর্বে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ উসকে দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। আমরা দায়িত্বে আসার সঙ্গে সঙ্গে বলেছি, এখন থেকে বাংলাদেশে এটা হতে দেওয়া হবে না।

আসিফ মাহমুদ বলেন, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। কেউ যেন কোনো প্রকার সম্প্রীতি ভঙ্গের ষড়যন্ত্র উসকে দিতে না পারে, সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা করতে হবে। পরে উপদেষ্টা নগরীর বাগমারা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support