দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধ বিষয়ে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
আশ্বাস প্রকল্পের সহায়তায় দিঘলিয়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ২৬ আগস্ট মঙ্গলবার সকালে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্বে করেন ইউপি মেম্বার পাখি বেগম।
সভার সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্ত নবনীতা দত্ত ও দিঘলিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি ওয়াহিদ মুরাদ। শুরুতেই গতসভার রেজুলেশন পাঠ করেন সিটিসির সদস্য আকিব হোসেন । সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: আনছার আলী বিশ্বাস । আলোচনায় অংশ নেন ইউপি সদস্য কে এম আকবর আলী, মো: বিপ্লøব হোসেন , স্বাস্থ্য সহকারী জিএম রেজাউল ইসলাম , উপসহকারী কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, উপজেলা জামে মসজিদে ইমাম মাও: আব্দুল্লাহ, ম্যারেজ রেজিস্ট্রার মুজিবর রহমান, সমাজ সেবক মোল্লা সাজ্জাদ হোসেন প্রমুখ।
সভায় মানব পাচারের প্রভাব/ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটি, আমাদের করনীয় ও ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত বাজেট থেকে সারভাইবারদের সহায়তা এবং জনসচেতনতা মূলক সভা সেমিনার বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আলোচকগণ বলেন, মানব পাচার প্রতিরোধ ও মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষায় আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় সব সেবা কার্যক্রম নিশ্চিত করা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। এর জন্য সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি সকল সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে আন্ত:যোগাযোগ ও সমন্বিতভাবে কাজ করতে হবে। মানব পাচারের শিকার ব্যক্তিরা উদ্ধার হয়ে বা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে যখন দেশে ফিরে আসেন, তখন তাঁদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজন নানা সেবা প্রক্রিয়ার সার্বিক নিশ্চিত করা যায়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: