দিঘলিয়ায় তারেক রহমানের ৩১ দফা প্রচারে গিয়ে পারভেজ মল্লিক বাধার মুখে, প্রশাসনের ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক:
খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা প্রচারে গিয়ে বাধার মুখে পড়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক। স্থানীয় বিএনপির একাংশের বিরুদ্ধে খেয়াঘাট বন্ধ করে তার কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে সব ধরনের জনসমাবেশ ও রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে পারভেজ মল্লিক দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের ৩১ দফা প্রচারে অংশ নিতে আসেন। এসময় উপজেলার মাঝিরগাতি, কোলা কামারগাতি, বেলেঘাট, লস্করপুর, মোকামপুর, মল্লিকপুর ও আবালগাতী ফেরিঘাটে নৌযান চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে যায়।
স্থানীয় নৌচালকরা জানান, দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লার অনুসারীরা খেয়াঘাটে গিয়ে নৌচালকদের হুমকি দিয়ে বলেন, পারভেজ মল্লিকের কর্মীদের পারাপার করলে তাদের নৌকা চালাতে দেওয়া হবে না। এতে জনসংযোগ কার্যক্রম বাধাগ্রস্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন। তিনি জানান, স্থানীয় রাজনৈতিক কর্মীদের এমন বাধার কারণে পারভেজ মল্লিকের কর্মসূচিতে বিঘ্ন ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম নৌবাহিনীর সহায়তায় খেয়াঘাটগুলো চালু করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুরো উপজেলায় ১৪৪ ধারা জারি করেন।
পারভেজ মল্লিক জানিয়েছেন, তিনি কোনো নির্বাচনী প্রচারে যাননি। তার সফর ছিল কেবলমাত্র বিএনপির ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরার জন্য। তার ভাষ্য মতে, এটি মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং পরিকল্পিতভাবে রাজনৈতিক কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনা। তিনি বিষয়টি জেলা বিএনপির সদস্য সচিবকে অবহিত করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন রিসিভ করার পর সাংবাদিক পরিচয় জেনে সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি।
বর্তমানে দিঘলিয়া উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রশাসনের নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Developed by bd it support
