মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫
তোমাকে চেয়েছি / আয়েশা জাহান নুপুর
29 August, 2024 2:27:40
তোমাকে চেয়েছি রাজপথে ছিলাম যখন একা।
তোমার জন্য লিখেছি শ্লোগান পাইনি তোমার দেখা।
তোমাকে চেয়েছি আনমনা দিনে পাহাড়ের কোন ভাঁজে।
তোমাকে চেয়েছি মাতাল হাওয়ায়, গোধুলি রংয়ের সাজে।
তোমাকে চেয়েছি অন্ধকারে লোডশেডিংয়ে রাতে।
তোমাকে চেয়েছি গন্ধরাজে সৌরভ মাখা যাতে।
তোমাকে চেয়েছি বজ্রপাতে, চেয়েছি প্রখর রোদে।
তোমাকে চেয়েছি জোছনা ভেজা চিলেকোঠার ছাদে।
তোমাকে চেয়েছি বৃষ্টির দিনে হুট খোলা রিকশায়,
তোমাকে চেয়েছি থৈ থৈ জলে পাল তোলা নৌকায়।
তুমি তো জানো না হিম হিম রাতে এই মন কি যে চায়!
তুমি তো জানো না কাবেরীর জল কতো স্মৃতি নিয়ে বয়।
তোমাকে চেয়েছি লাল লাল রংয়ের কৃষ্ণচূড়ার দিনে।
বোঝনি তুমি চেয়েছি তোমায় এক পৃথিবীর ঋণে।
তুমি তো আসোনি কবিতা কিংবা আসোনি কোন গানে।
তোমার জন্য ব্যর্থ জীবন, মহাকাল তা জানে।
সর্বশেষ
মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক : চন্দন ভট্টাচার্য্য
মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা।
bangonews@gmail.com/01911567809
Developed by bd it support
