তোমাকে চেয়েছি / আয়েশা জাহান নুপুর | বঙ্গ নিউজ
হোম / কবিতা, সাহিত্য / বিস্তারিত

তোমাকে চেয়েছি / আয়েশা জাহান নুপুর

29 August 2024, 2:27:40

তোমাকে চেয়েছি রাজপথে ছিলাম যখন একা।
তোমার জন্য লিখেছি শ্লোগান পাইনি তোমার দেখা।
তোমাকে চেয়েছি আনমনা দিনে পাহাড়ের কোন ভাঁজে।
তোমাকে চেয়েছি মাতাল হাওয়ায়, গোধুলি রংয়ের সাজে।

তোমাকে চেয়েছি অন্ধকারে লোডশেডিংয়ে রাতে।
তোমাকে চেয়েছি গন্ধরাজে সৌরভ মাখা যাতে।
তোমাকে চেয়েছি বজ্রপাতে, চেয়েছি প্রখর রোদে।
তোমাকে চেয়েছি জোছনা ভেজা চিলেকোঠার ছাদে।

তোমাকে চেয়েছি বৃষ্টির দিনে হুট খোলা রিকশায়,
তোমাকে চেয়েছি থৈ থৈ জলে পাল তোলা নৌকায়।
তুমি তো জানো না হিম হিম রাতে এই মন কি যে চায়!
তুমি তো জানো না কাবেরীর জল কতো স্মৃতি নিয়ে বয়।

তোমাকে চেয়েছি লাল লাল রংয়ের কৃষ্ণচূড়ার দিনে।
বোঝনি তুমি চেয়েছি তোমায় এক পৃথিবীর ঋণে।
তুমি তো আসোনি কবিতা কিংবা আসোনি কোন গানে।
তোমার জন্য ব্যর্থ জীবন, মহাকাল তা জানে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: