নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় আহত দলীয় কর্মীকে দেখতে ও তার চিকিৎসার খোঁজখবর নিতে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও খুলনা-৪ আসনের নেতৃস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব পারভেজ মল্লিক।
মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) তিনি হাসপাতালে পৌঁছে প্রথমে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি কর্মীর সার্বিক অবস্থার খোঁজখবর নেন। এরপর তিনি ওয়ার্ডে ভর্তি অন্যান্য সাধারণ রোগীদের সাথেও কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত খোঁজ নেন।
এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরেন। সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো, জনবল সংকট, ওষুধ সরবরাহসহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়। এসব শুনে পারভেজ মল্লিক সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে সমস্যাগুলোর সম্ভাব্য সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
পারভেজ মল্লিক বলেন, “এই হাসপাতাল শুধু তেরখাদার নয়, আশেপাশের অনেক মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। এখানে যারা সেবা নিচ্ছেন, তারা যেন সম্মানজনক ও মানসম্পন্ন সেবা পান—সেটা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”
তার সফরসঙ্গী হিসেবে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর অনেকে উপস্থিত ছিলেন। স্থানীয়দের মধ্যে তার এই উপস্থিতি ও সরাসরি খোঁজখবর নেওয়ার কার্যক্রম ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও জয়সেনা বাজার নূরানী মাদ্রাসা গিয়ে এতিম শিশুদের খোঁজখবর নেন ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260