তেরখাদায় পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

তেরখাদায় পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

28 October 2025, 6:42:00

 

নিজস্ব প্রতিবেদক:

২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে উপজেলার নতুন বাস স্ট্যান্ড চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল গেটের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খুলনা জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক জেলা ও মহানগর ছাত্রশিবির সভাপতি অধ্যাপক স. ম. এনামুল হক। তিনি বলেন, “২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নির্মম ও কলঙ্কজনক অধ্যায়। সেই দিনের শহীদদের রক্তের ঋণ আমরা ভুলিনি— ইসলামী আন্দোলনের ধারাবাহিকতা কখনও থামবে না।”

সমাবেশে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা হাফিজুর রহমান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মু. নাহিদ হাসান।

বক্তব্য দেন তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম জাহেদী, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা এম. এ. হাফিজ, মাওলানা আব্দুর রাকিব, আব্দুস সামাদ লিটন, মাওলানা ইবাদুর রহমান, মিজানুর রহমান, আহসান হাবিব লোনা, মাওলানা শাহজাহান আলী ও আহসান হাবিব টুকু।

সমাবেশে উপস্থিত ছিলেন মৌলবী মাসুদুর রহমান, সাজ্জাদুল ইসলাম রানা, সরফুজ্জামান টিপু, সাজ্জাদুর রহমান রাসেল, সাব্বির হোসেন বোরহান, আব্বাস মোল্লা, আব্দুল আজিজ, আব্দুল হান্নান, আবুল হাসান, লিয়াকত আলী, এস. এম. আব্দুল্লাহ, ইলিয়াস, আবুল বাশার মোল্লা, নান্নু মিয়া, সোহানুর রহমান, হাফিজুর রহমান, কাজী সাজ্জাদ, মাসুদুর রহমান, ছাত্রশিবির নেতা মিল্লাত হোসেন, মো. ইফরাদ হোসেন, হেদায়েত হোসেন, নাহিয়ান নাফিসসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: