তালায় যুব ক্লাব সদস্যদের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি:
সমাজের পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে তালা ও পাইকগাছা উপজেলার দলিত যুবদের সমন্বয়ে গঠিত ক্লাবের সদস্যদের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে তালা উপজেলা প্রাণি সম্পদ কার্যলয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দলিত’র প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ্বাস।
বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, দাতা সংস্থা মিশন বাম্বেনী ইটিএস- ইতালি’র সহযোগীতায় এবং এলপিএমসি প্রকল্পের অধিনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দলিত’র প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাশ’র সঞ্চালনায় সভায়- সাংবাদিক জুলফিকার রায়হানসহ ক্লাবের পক্ষে শান্ত দাস, পরিমল সরকার, নেপাল দাস, আনন্দ দাস, টুম্পা দাস, দেবপ্রসাদ সরকার ও চিমতী সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় তালা ও পাইকগাছা উপজেলার ১৪টি যুব ক্লাবের সদস্যসহ দলিত’র ফিল্ড ফ্যাসিলেটেটর অঞ্জলী দাস উপস্থিত ছিলেন।
Developed by bd it support
