রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

তালায় প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

21 October, 2025 11:02:24

 

তালা প্রতিনিধি:

প্রান্তিক জনগোষ্ঠির প্রতি নেতিবাচক মনোভাব এবং আচরন পরিবর্তন করা ও কাংখিত সম্প্রদায়ের জন্য সামাজিক পরিষেবাগুলিতে প্রবেশাধিকার নিশ্চিত করতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস আইডিপিডিসি প্রকল্প’র আয়োজনে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উক্ত সভা আয়োজন করা হয়।
কারিতাস তালা উপজেলার কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাস’র সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএম আবুল কালাম আজাদ। সিডিএ লিটন সেনের সঞ্চানায় এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য শংকর কুমার দাস, মো. মনিরুল ইসলাম, ইউপি সচিব মো. রেজাউল ইসলাম ও সিডিএ কমলেশ মিস্ত্রী প্রমুখ। সভায়- সমাজে পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর মানুষের জন্য ইউনিয়ন পরিষদের সেবা প্রাপ্তিতে অগ্রাধিকার প্রদানের দাবী উপস্থাপন করা হয়।
এসময় সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্য ও আইডিপিডিসি প্রকল্পের উপকারভোগী ৩০জন সদস্য উপস্থিত ছিলেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support