তালায় পল্টন ট্রাজেডি স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

তালায় পল্টন ট্রাজেডি স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল

28 October 2025, 10:55:48

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে পল্টন ট্রাজেডি স্বরণে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে তালা পুরাতন হাইস্কুল মাঠে তালা উপজেলা জামায়াতের আমির মাওঃ মফিদুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী ইদ্রিস আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী।
বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের সাবেক আমির ডাঃ আফতাব উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, অধ্যাপক আয়ুব আলী, এ্যড. মশিয়ার রহমান, জেলা ছাত্র শিবির নেতা নাহিদ হাসান।
এসময় বক্তরা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ২০০৬ সালে পল্টনে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে ১৪ জনকে শহীদ করে। আজও তাদের বিচার হয়নি। অবিলম্বে হত্যাকারীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: