তালা প্রতিনিধি:
তালা উপজেলা মাল্টি অ্যাক্টর প্লাটফর্ম (ম্যাপ) এর সদস্যদের জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড ও কেয়ার বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তালা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
ম্যাপ সিডিআরএফআই প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ম্যাপের যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ম্যাপ যুগ্ম আহবায়ক মাধব চন্দ্র দত্ত।
সভায় স্থানীয় সরকার প্রতিনিধি, সুশীল সমাজ, নারী ও তরুণ প্রতিনিধি, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। অ্যাওসেড-এর অ্যাডভোকেসি অ্যান্ড লার্নিং অফিসার বাহলুল আলম জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি, অর্থায়ন ও বীমা কাঠামো এবং বাংলাদেশের সাম্প্রতিক তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বিষয়ে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এসময় তিনি জানান, এনডিসি ৩.০ হলো বাংলাদেশের কার্বন নির্গমন হ্রাস ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির এক যুগান্তকারী পদক্ষেপ, যা’ প্যারিস চুক্তির লক্ষ্য অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে মোট নির্গমন ৪১৮.৪০ মিলিয়ন টন কার্বন সমতুল্য থেকে কমিয়ে ৩৩৩.৪৩ মিলিয়ন টনে নামিয়ে আনার পরিকল্পনা করেছে।
তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু পরিকল্পনাগুলো বাস্তবায়নে স্থানীয় সরকার, এনজিও, বেসরকারি খাত ও কমিউনিটির যৌথ উদ্যোগ প্রয়োজন। স্থানীয় জলবায়ু অর্থায়ন বিকেন্দ্রীকরণ, প্রযুক্তি স্থানান্তর, প্রশিক্ষন এবং জনসচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেন। এসময় অংশগ্রহণকারীরা বলেন, উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যাতে জলবায়ু প্রভাব মোকাবিলায় টেকসই জীবিকা ও প্রশমন কার্যক্রমে অংশ নিতে পারে সে জন্য ইউনিয়ন পরিষদ পর্যায়ে পর্যাপ্ত অর্থায়ন, সামাজিক সুরক্ষা এবং স্থানীয় তহবিল নিশ্চিত করা জরুরী। বক্তারা- কৃষি, মৎস্য, পশুপালন ও বনায়ন খাতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কম কার্বন প্রযুক্তি, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর ও টেকসই সরঞ্জাম প্রদানের উপর গুরুত্বারোপ করেন।
অ্যাওসেড-এর হেড অব প্রোগ্রাম অ্যান্ড অপারেশন শংকর রঞ্জন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন, রুপালি পরিচালক শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহা, মো. আবু হাসান, তানিয়া জেসমিন, প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, প্রভাষক এস.আর আওয়াল, পরিবেশ কর্মী মীর জিল্লুর রহমান, তালা উপজেলা ম্যাপের সেক্রেটারি সাংবাদিক জুলফিকার রায়হান, সাংবাদিক সেলিম হাযদার, রিয়াদ হোসেন, ফারজানা করীর, অ্যাওসেড’র ফিল্ড অফিসার চায়না দাস, রত্না রাণী দাস, দেবশীষ কুমার মল্লিক, পবিত্র সরকার, বরুন কুমার সানা, ফিরোজা বেগম, এনজিও প্রতিনিধি অজয় কুমার রায় ও নারী প্রতিনিধি ফিরোজা বেগমসহ অন্যান্য স্টেকহোল্ডারবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260