তালা প্রতিনিধি:
বেসরকারি সংস্থা- উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র উদ্যোগে তালায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গ্রামীণ নারীদের ভূমি অধিকার, কৃষিতে অংশগ্রহণ ও জলবায়ু সহনশীলতা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন, আলোচনা সভা এবং স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়’র সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন শেষে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলিত নেত্রী ঊষা রানী দাস’র সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডিইআরএম’র তালা উপজেলা সভাপতি স্বরস্বতী রানী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী দিলীপ কুমার দাস, সাংবাদিক জুলফিকার রায়হান এবং শিক্ষক শুভ সরকার। সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরেন উদ্দিপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র প্রজেক্ট ম্যানেজার মনি শংকার হালদার। এসময় দলিত নারী, ভূমিহীন নারী ও কৃষাণীসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে নারীর টেকসই কৃষি উন্নয়ন, খাস জমির প্রাপ্যতা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু সহনশীলতা আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার’র নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260