তালায় অপহরণ চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

তালায় অপহরণ চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

22 October 2025, 9:17:30

তালা প্রতিনিধি :

তালায় সোমাইয়া আক্তার নামের এক গৃহবধু এবং তার শিশু সন্তানকে অপহরনের চেষ্টা করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে গৃহবধুর স্বামী আসিব মিয়া এবং তার লোকজন এই অপহরনের চেষ্টা করে। ঘটনায় সাতক্ষীরা বিজ্ঞ আদালতে ভুক্তভোগী গৃহবধু সোমাইয়া আক্তার অপহরন চেষ্টাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন। এঘটনার পর থেকে মামলা তুলে নিতে নানাবিধ হুমকি প্রদান করা হচ্ছে বলে গৃহবধু অভিযোগ করেছেন।
তালা সদরের শিবপুর গ্রামের সুবল চন্দ্র পালের মেয়ে তপতী পাল ওরফে সোমাইয়া আক্তার জানান, প্রেমজ সম্পর্কের জেরে মুসলিম ধর্ম গ্রহন করে বগুড়ার সোনাতলা থানার মুলবাড়ি গ্রামের আফজাল সরকারের ছেলে মো. আসিব মিয়াকে বিয়ে করেন। ৭ বছরের দাম্পত্য জীবনে তাদের সংসারে সিনহা সরকার (৫) নামের এক শিশু সন্তান রয়েছে।
সোমাইয়া আক্তার বলেন, বিয়ের পর থেকে পারিবারিক কলহ এবং সংসারের দারিদ্রতার কারনে তিনি ঢাকায় গার্মেন্টসে চাকরি করছেন এবং অনেক কষ্টে শিশু ছেলেকে বড় করে তুলেছেন। কিন্তু এরইমধ্যে স্বামী আসিব মিয়া তাকে নানাবিধ গালিগালাজ ও হুমকি দিতে থাকে। একপর্যায়ে গত ১৫ আগষ্ট ঢাকার টুঙ্গি এলাকায় পারিবারিক আলোচনার জন্য ডেকে নিয়ে আসিব মিয়াসহ তার লোকজন জোর পূর্বক সোমাইয়া আক্তার এবং শিশু সিনহা সরকারকে অপহরনের চেষ্টা করে। এসময় জরুরী সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এঘটনার পর নিরাপত্তার স্বার্থে সোমাইয়া আক্তার তার শিশু সন্তানকে নিয়ে তালার বাড়িতে চলে এসে বাবার বাড়িতে বসবাস শুরু করে। একপর্যায়ে গত ৩ অক্টোবর তালা সরকারি কলেজের পিছন থেকে আসিব মিয়া সহ ৫/৬ ব্যক্তি পরিকল্পিতভাবে আবারও সোমাইয়া আক্তার এবং তার শিশু সন্তানকে অপহনের চেষ্টা করলে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এবিষয়ে সোমাইয়া আক্তার বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে আসিব মিয়াসহ ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এদিকে, মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে আসিব মিয়া প্রতিনিয়ত সোমাইয়া আক্তার ও তার পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করাসহ নানাবিধ হুমকি দিয়ে আসছে বলে ভুক্তভোগী গৃহবধু অভিযোগ করেছেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: