তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তাজের নেতৃত্বে তেরখাদায় বিএনপির আলোচনা সভা,বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক:
তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির উদ্যোগে একটি সচেতনতা ও সাংগঠনিক কর্মসূচি। ইউনিয়ন বিএনপির ব্যানারে অনুষ্ঠিত এই দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং লিফলেট বিতরণ। এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির সার্বিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা করেন কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং তেরখাদা-রুপসা-দিঘলিয়ার প্রথিতযশা নেতা শরীফ শাহ কামাল তাজ। গতকাল শুক্রবার তেরখাদার ৫ নম্বর ইউনিয়নের আটলিয়া ঈদগাহ মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উদ্দেশ্য ছিল তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রূপরেখা সম্পর্কে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাবেক নেতা ডা. এসএম মকিদুর রহমান ও যুবদল নেতা আতাউর খানের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শরীফ নাইমুল হক। কর্মসূচির প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ কামরান হাসান এবং প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রদল নেতা মো. আজিজুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক নেতা আমিনুর রহমান মল্লিক, শরিফুল ইসলাম, শহর আলী আজগর, সিকদার জাহিদ হাসান, সিকদার গোলাম রসুল এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোল্লা নুরুল হুদা। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে অংশ নেন মোহাম্মদ রাজিব শেখ, মো. আমিন মাহমুদ, মো. আরিফ মল্লিক এবং মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ফারহান, আরিফ, রাজু চৌধুরী, মহিদুল ইসলাম, নয়ন প্রমুখ। বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক দিকনির্দেশনা নয়, বরং একটি ভবিষ্যৎমুখী রূপকল্প যার মাধ্যমে বাংলাদেশে সুশাসন, জবাবদিহিতা ও জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব। তারা তৃণমূলে দলকে শক্তিশালী করতে এমন কর্মসূচিকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়, এবং লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়া হয়। উপস্থিত নেতাকর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে এমন কার্যক্রম দলের সাংগঠনিক ভীতকে আরও মজবুত করবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে।
Developed by bd it support
