ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন যারা…… | বঙ্গ নিউজ

ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন যারা……

13 November 2024, 12:36:28

বঙ্গ সাহিত্য :

ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৪’ প্রদানের জন্য কবিতা, ভ্রমণকাহিনী, কথাসাহিত্য, গবেষণা এবং প্রবন্ধে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৫ জন পাচ্ছেন ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৪’। গত ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় একাডেমি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৪’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৪’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. মাহমুদুল হাসান নিজামী (কবিতা),
২. ড. মোহাম্মদ আবু তাহের (ভ্রমণকাহিনী),
৩. ড. জাহাঙ্গীর আলম রুস্তম (কথাসাহিত্য),
৪. ড. মো. হাফিজুর রহমান লিটু (গবেষণা),
৫. ড. আ ন ম এহছানুল মালিকী (প্রবন্ধ),

এই প্রসঙ্গে ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার ২০২৪’ কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৫ টি শাখায় এই ৫ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয় ‘ডাক বাংলা সাহিত্য পুরস্কার’।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: