মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

ডাক বাংলা সাহিত্য একাডেমি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠিত

18 November, 2024 2:06:42

 

নিজস্ব প্রতিনিধি ঃ

ডাক বাংলা সাহিত্য একাডেমি’র ২০২৪-২৫ সালের কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী পরিষদ গঠণের লক্ষ্যে ১৮ নভেম্বর সোমবার সকাল ৯:৩০ মিনিটে একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে সকল সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাক বাংলা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি শ ম দেলোয়ার জাহান ও সাধারণ সম্পাদক সৈয়দা হাবিবা মুস্তারিন স্বাক্ষরিত ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়। সকল সদস্যদের সম্মতিক্রমে সংগঠণের প্রতিষ্ঠাতা সভাপতি শ ম দেলোয়ার জাহান কে সভাপতি , মোঃ জাহাঙ্গীর আলম কে নির্বাহী সভাপতি , ডাঃ সৈয়দ শফিউজ্জামান পাপেল মাহমুদ কে সিনিয়র সহ-সভাপতি।
সহ-সভাপতি পদে অধ্যাপক ডাঃ এস এম সারোয়ার, বি এম এরশাদ, ডাঃ জাফর ইকবাল মিল্টন, দুলালী হক, মোহাম্মদ রাজন।
সৈয়দা হাবিবা মুস্তারিন কে সাধারণ সম্পাদক। ডাঃ শামীমা সোমা ও মোঃ শফিকুল ইসলাম কে যুগ্ম-সাধারণ সম্পাদক , তাসনোভা তুশিনকে সাংগঠনিক সম্পাদক, রশিদা খাতুন পারভীন ও সুমাইয়া আজিজ স্মৃতিকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক , শিশির রাজনকে প্রচার সম্পাদক , অয়ন কুমার সরকারকে দপ্তর সম্পাদক , অর্থ সম্পাদক : মিতু ইসলামকে অর্থ সম্পাদক , মোহাম্মদ শাহ্ আলম মিয়াকে সাহিত্য সম্পাদক , নাভিদ আঞ্জুম পরাগকে সাংস্কৃতিক সম্পাদক , পারভীন আকতারকে শিক্ষা বিষয়ক সম্পাদক , জাহানারা রেখাকে আবৃত্তি বিষয়ক সম্পাদক , মরিয়ম আক্তার কে মহিলা বিষয়ক সম্পাদক , এ্যাডভোকেট এস এম মিজানুর রহমানকে আইন বিষয়ক সম্পাদক, মোঃ শোয়েব সিফাতকে সমাজকল্যাণ সম্পাদক শিমুল, লাবণ্য সীমাকে ত্রাণ ও দুর্যোগ সম্পাদক , মোঃ আছির আলীকে ধর্ম সম্পাদক, ডাঃ জহিরুল ইসলাম বাদলকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক , মোঃ রায়হান কাজীকে প্রবাসী কল্যাণ সম্পাদক।
এছাড়া নির্বাহী সদস্য পদে : মোঃ আহসানুল ফেরদৌস,মোঃ ফারুকুল ইসলাম, বিলকিছ নাহার মিতু, লুৎফুন নাহার, মৃধা মুজাহিদুর রহমান পলাশ।
৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ আগামী ১৭ নভেম্বর ২০২৫ সাল পর্যন্ত।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support