ডাক বাংলা সাহিত্য একাডেমি’র কেন্দ্রীয় পৃষ্ঠপোষক পরিষদ গঠণ | বঙ্গ নিউজ

ডাক বাংলা সাহিত্য একাডেমি’র কেন্দ্রীয় পৃষ্ঠপোষক পরিষদ গঠণ

18 November 2024, 12:02:40

নিজস্ব প্রতিনিধি ঃ 

ডাক বাংলা সাহিত্য একাডেমি’র ২০২৪-২০২৫ সালের ০৯ (নয়) সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পৃষ্ঠপোষক পরিষদ ২০২৪-২৫  গঠণে ১৮ নভেম্বর সোমবার সকাল ৯:৩০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে  ৯ সদস্য বিশিষ্ট   কমিটির  অনুমোদন দেওয়া হয়। সংগঠনের  সকল সদস্যদের সম্মতিতে  ডাক বাংলা সাহিত্য একাডেমি’র কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহান এবং সাধারণ সম্পাদক সৈয়দা হাবিবা মুস্তারিন যৌথ স্বাক্ষরিত কেন্দ্রীয় পৃষ্ঠপোষক পর্ষদ কমিটির ঘোষণা করা  হয়।  নির্বাচিত কমিটির পৃষ্ঠপোষকগণ হলেন যথাক্রমে, প্রধান পৃষ্ঠপোষক : ড. জাহাঙ্গীর আলম রুস্তম, সিনিয়র পৃষ্ঠপোষক : প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, পৃষ্ঠপোষক : সানজিদা ইয়াছমিন সুমা, পৃষ্ঠপোষক : জিনাত পারভীন সেতু, পৃষ্ঠপোষক : কৃষিবিদ মোঃ মাহবুব কবির তুষার, পৃষ্ঠপোষক : ডাঃ কাজী আনোয়ার হোসেন বাঘাবারো, পৃষ্ঠপোষক : আশীষ খীসা, পৃষ্ঠপোষক : ডি এম ইব্রাহীম হোসেন, পৃষ্ঠপোষক : জাহিদ হাসান। এই ০৯ (নয়) সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পৃষ্ঠপোষক পর্ষদ কমিটি ২০২৪-২০২৫ সালের জন্য গঠন করা হলো। এই কমিটির মেয়াদ আগামী ১৭ নভেম্বর ২০২৫ সাল পর্যন্ত

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: