মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

ডাক বাংলা আলোকিত নারী সম্মাননা ২০২৪ পাচ্ছেন যারা….

10 November, 2024 12:27:50

বঙ্গ সাহিত্য 

ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা আলোকিত নারী সম্মাননা ২০২৪’ প্রদানের জন্য সমাজকল্যাণ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ জন নারী পাচ্ছেন ‘ডাক বাংলা আলোকিত নারী সম্মাননা ২০২৪’। গত ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা আলোকিত নারী সম্মাননা ২০২৪’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত সম্মাননা প্রদানের স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘ডাক বাংলা আলোকিত নারী সম্মাননা ২০২৪’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. হাসিনা মমতাজ হাসি (কবি, পুঁথি সম্রাজ্ঞী ও আবৃত্তিকার),
২. জাহানারা রেখা (কবি, শিক্ষক ও উপস্থাপক),
৩. তানিয়া পারভীন তামান্না (কবি, রন্ধন শিল্পী ও উপস্থাপক),
৪. পারভীন আকতার (কবি, শিক্ষক ও সংগঠক),
৫. মিমি মেহজাবিন (কবি, শিক্ষক ও সংগঠক),
৬. জিনাত পারভীন সেতু (লেখক ও সংগীত শিল্পী),
৭. সুমাইয়া আজিজ স্মৃতি (লেখক, আবৃত্তিকার ও উপস্থাপক),
৮. রশিদা খাতুন পারভীন (কবি ও সংগঠক),
৯. মরিয়ম আক্তার (কবি, গীতিকার ও সংগঠক),
১০. লাবণ্য সীমা (কবি, আবৃত্তিকার ও সংগঠক)।

এই প্রসঙ্গে ‘ডাক বাংলা আলোকিত নারী সম্মাননা ২০২৪’ কমিটির আহ্বায়ক মোঃ আহসান হাবীব বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ১০ জন নারীকে সম্মাননার জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা সম্মাননার জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, সমাজকল্যাণ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সমাজকল্যাণ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয় ‘ডাক বাংলা আলোকিত নারী সম্মাননা’।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support