জ্ঞানসঙ্গী প্রকাশনার সৌজন্যে লেখক উৎসব পালিত
বঙ্গ ডেস্ক :
জ্ঞানসঙ্গী প্রকাশনার পক্ষ গত ১২ জুলাই শনিবার বিকালে ঢাকাস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে লেখক উৎসব পালিত হয়। এছাড়াও অনুষ্ঠানে কবি ও আবৃত্তি শিল্পী বিধান চন্দ্র রায় সম্পাদিত “আবৃত্তির সমকালীন কবিতা” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
উন্মোচিত গ্রন্থে অংশ গ্রহনকারী চুয়াল্লিশ জন কবি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট শতাধিক কবি কবিতা পাঠ করেন।
কবি ইমরোজ সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত সনামধন্য কবি রেজাউদ্দিন স্টালিন। বিশ্বভরা প্রাণের ভারত শাখার সভাপতি বিধূরা ধর ও সহসভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে কবি ও লেখকদের মধ্যে জ্ঞানসঙ্গী সন্মাননা ও জ্ঞানসঙ্গী পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও
মনবাংলা চ্যানেলের পক্ষ সাহিত্যের বিভিন্ন শাখা ও সঙ্গীতে পদক – ২০২৫ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সন্মিলিত পরিষদ বিশ্বভরা প্রাণ, জ্ঞানসঙ্গী প্রকাশন ও চ্যানেল মনবাংলা।
“সুর তুলিকা”র সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় শিল্পী হাসিনা মৌ এর পরিচালনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি জাহান বশীর ও কবি বিধান চন্দ্র রায়।
সর্বশেষ
Developed by bd it support
