জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খুলনা রূপসায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত | বঙ্গ নিউজ
হোম / আঞ্চলিক / বিস্তারিত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খুলনা রূপসায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

31 July 2024, 2:31:36

 

নিজস্ব প্রতিবেদক ঃ  রূপসায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা,শোভাযাত্রা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান আজ ৩১ জুলাই সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে অফিসার্স ক্লাব চত্বরে শেষ হয়। এর পূর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপসা উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল,প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান,যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,আওয়ামীলীগ নেতা মুনীর হোসেন মোল্যা,শেখ জুলফিকার আলী,ইউপি সদস্য স্বপ্না রানী পাল,মৎস্য চাষী মোঃ মহিদুল ইসলাম শেখ,ইন্দ্রজিত বিশ্বাস,মহিবুল ইসলাম মোড়ল,সিরাজুল ইসলাম প্রমূখ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: