ঘুঙুরওয়ালী

ঘুঙুরওয়ালী
– পুষ্পেন রায় (১৩.১১.২০২৪)
বঙ্গ সাহিত্য :
মনটা করে ছলাৎ ছলাৎ
ভাল্লাগেনা কিছু
ঘুঙুর ঘুঙুর আওয়াজ তুলে
কে আসছো পিছু?
শুনছো কথা
তবে, দাও না সাড়া
হাসছো কেন খিলখিলিয়ে
মনমাতানো গন্ধ দিয়ে
কি চাও তবে
বলো খুলে।
মাথায় আমার মস্ত বোঝা
পারছি না তাই দেখতে ঘুরে
কিসের বোঝা
সেটা তুমি বুঝবে নারে
মাথার উপর থাকলে চাপ
মনটা করে বাপ-বাপ
প্রেমটা হলো সর্বনেশে
তাতেই আমি গেছি ফেঁসে।
চোখের কথা
বলবো কি আর
তারা দুটোও ব্ডড নচ্ছার
সবখানে যে তাকেই দেখে
যে ফেলেছে আমায় পাঁকে।
কোনকিছুই ভাল্লাগেনা
তাইতো ছুটি উদাস মনে
দেখা কভু পেলে তাকে
অমনি ধরবো কানটা টেনে।
আবারো হাসছো
তাও আবার খিলখিলিয়ে
সবইতো বললাম খুলে
এবার আমায় মুক্তি দিয়ে
যাওগো বাপু দূরে চলে।
ওমা!
একি কান্ডখানা
অমনি সেই ঘুঙুরওয়ালী
দাঁড়ায় আমার সামনে এসে
জোরছে আমায় ঝাপটে ধরে
লুকিয়ে মাথা আমার বুকে
বলতে থাকে –
হ্যাঁগো
চেয়ে দেখো চোখটা মেলে
আমি সে-ই ঘুঙুরওয়ালী
তোমারই নাচনীওয়ালী
আর যাবো না তোমায় ছেড়ে
সারাজীবন রাখবো সুখে।
বুঝলে তবে –
এটাই হলো প্রেমরোগ
মনটাও করবে ছলাৎ ছলাৎ
বাজবেও কানে ঘুঙুর আওয়াজ
চোখকে যতই নচ্ছার বলো
প্রেমরোগীদের নাই যে লাজ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: