প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ১:২৭ পি.এম
খেলাধুলা মানুষকে সুস্থ রাখে আর মাদক মেধাও অনুভূতি শক্তি কেড়ে নেয়……..আজিজুল বারী হেলাল

মো:মোস্তাফিজুর রহমান,রূপসা :
কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,
খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে এবং মনকে রাখে চাঙ্গা। আর মাদক মানুষের বোধশক্তি কেড়ে নেয়। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাদকসেবীরা। মাদকের প্রভাবে মানুষ জড়িয়ে পড়ে অপরাধের সঙ্গে। তাই নিজেকে সুস্থ রাখতে চাইলে মাদক ব্যবসা ও সেবন ছাড়তে হবে। স্বাস্থ্যই সব সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে শরীর ও মন ভালো থাকে না। এজন্য সুস্থ জীবনযাপন করতে চাইলে খেলাধুলায় মন বসাতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। বিএনপি মাদকমুক্ত সমাজ উপহার দিতেই দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে সকলের সহযোগিতায় দেশ পরিচালনা করবে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি ক্ষমতা থাকলে দেশ উন্নয়ন হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260
আই’টি ইনর্চাজ : মোঃ নাঈমুজ্জামান শরীফ