খুলনা-৪ আসনে সম্প্রীতির বার্তা,দূর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা পারভেজ মল্লিকের | বঙ্গ নিউজ

খুলনা-৪ আসনে সম্প্রীতির বার্তা,দূর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা পারভেজ মল্লিকের

20 September 2025, 10:27:29

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা-৪ (তেরখাদা, রূপসা, দিঘলিয়া) আসনের সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক দুর্গাপূজা উপলক্ষে তেরখাদা উপজেলার হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তেরখাদার নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, তেরখাদায় সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি ধর্মীয় সম্প্রীতির উদাহরণ তুলে ধরে বলেন, মসজিদে নামাজ এবং পূজামণ্ডপে উৎসব—এই দুইয়ের সহাবস্থানই হোক এ এলাকার প্রধান পরিচয়।

সভায় তিনি বিএনপি নেতাকর্মীদের পূজায় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি বলেন, কেউ যেন ধর্মীয় উৎসবকে ঘিরে কোনো ধরনের অপচেষ্টা করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় তিনি তেরখাদাসহ খুলনা-৪ আসনের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে পূজামণ্ডপের নিরাপত্তায় টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন।

পারভেজ মল্লিক বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই মিলেই এই দেশের মানুষ। সম্প্রীতি এবং সহাবস্থানই এই অঞ্চলের শক্তি। তিনি আরও বলেন, বিএনপি কখনোই হিন্দু বিরোধী দল নয়; বরং বিএনপি সরকারের আমলেই হিন্দু ধর্মাবলম্বীরা বেশি নিরাপদ ছিলেন।

সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, তেরখাদায় হিন্দু ও মুসলিম জনগোষ্ঠী বরাবরই সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। তাঁরা বলেন, বিগত সরকার তাদেরকে রাজনৈতিকভাবে চিহ্নিত করার চেষ্টা করলেও সাধারণ জনগণ সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। তারা জানান, অতীতেও বিএনপি নেতাকর্মীরা দুর্গাপূজার সময় মণ্ডপ পাহারা দিয়েছেন এবং আগামীতেও একসঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন, তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ।

পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সভায় অংশ নেন—১ নম্বর আজগড়া ইউনিয়নের সভাপতি বিপুল চন্দ্র মল্লিক, ২ নম্বর বারাসাত ইউনিয়নের সভাপতি পার্থ বরন বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুবাস বাওয়ালী, ৩ নম্বর ছাগলাদাহ ইউনিয়নের সভাপতি সমীর ঢালী, ৪ নম্বর সাচিয়াদহ ইউনিয়নের সভাপতি সন্তোষ বিশ্বাস, ৫ নম্বর তেরখাদা ইউনিয়নের সভাপতি প্রভাস সাহা, ৬ নম্বর মধুপুর ইউনিয়নের সভাপতি দিলিপ মল্লিক।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাবু সুনিল সাহা, বাবু অসিম সাহা, বাবু প্রভাস সাহা এবং শ্রীমতি পাখি রানি বিশ্বাসসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: