খুলনা সংবাদপত্র পরিষদের নব নির্বাচিত কমিটিকে সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন’র শুভেচ্ছা | বঙ্গ নিউজ

খুলনা সংবাদপত্র পরিষদের নব নির্বাচিত কমিটিকে সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন’র শুভেচ্ছা

30 December 2024, 5:59:24

নিজস্ব প্রতিনিধি :

খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন ও তরিকুল ইসলামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করায় সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্বাচিত কমিটিকে জানায় শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা।

পত্রিকা মালিকদের সংগঠণ খুলনা সংবাদপত্র পরিষদের কমিটি গঠণ করা হয়েছে। কমিটিতে দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার সভাপতি, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলটন সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর’র সম্পাদক মোঃ তরিকুল ইসলামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। এছাড়া সংগঠণের পূর্নাঙ্গ কমিটি অতি দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত করা হবে।

রবিবার খুলনার হোটেল ক্যাসল সালামে সংবাদপত্র পরিষদের জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠণের সদ্য বিদায়ী সভাপতি দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী’র সভাপতিত্বে জরুরী সভায় উপস্থিত ছিলেন দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক আশরাফ উল হক, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন’র সম্পাদক এস এম সাহিদ হোসেন, দৈনিক খুলনা টাইমস’র সম্পাদক সুমন আহমেদ, দৈনিক খুলনা প্রতিদিন’র সম্পাদক সোহাগ দেওয়ান।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: