খুলনা রূপসা নবম শ্রেণীর ছাত্রী চৈতীর আত্মহত্যার জন্য শিক্ষকে দায়ীকরে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
খুলনা রূপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্রী ফাইরুজ মাহমুদ নিদ চৈতির অকাল মৃত্যুর জন্য দায়ী নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান,তার স্ত্রী সোনিয়া সুলতানা ও শিক্ষিকা কাকলি গাইন সহ দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আজ ১০ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবুর রহমানের সাথে প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে গত জুলাই মাসের ২৪ তারিখে চৈতি নিজ বাড়িতে আত্মহত্যা করে। এ ব্যাপারে প্রয়াত ছাত্রী চৈতীর মাতা নুরনাহার বাদী হয়ে আদালতে শিক্ষক মাহাবুবুর রহমানের নামে মামলা দায়ের করেন। এছাড়া ও তিনি ঐ শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে বিদ্যালয়ের উক্ত শিক্ষক পলাতক রয়েছেন বলে জানা যায়।
নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রয়াত ফাইরুজ মাহমুদ চৈতীর পিতা ফিরোজ পাশা,মাতা নুর নাহার শেখ, ইউপি সদস্য রেশমা আক্তার, আশরাফ আলী রাজ,হুমায়ূন কবীর রাজা,নিজাম উদ্দীন,মনিরা বেগম, হাফিজুর রহমান,পিয়াস শেখ, সাব্বির শেখ,হাসান মল্লিক,সাদমান,মোঃ সিদ্দিক, মোঃ তুহিন, আরমান শেখ, রেজাউল করিম, ফারুক,জনী,শফিক, হিরা শেখ,সুমন ঘোষ,প্রিন্স শেখ,আঃ হালিম,রিয়াদ শেখ,সৌমিত্র দেবনাথ,ওবায়দুল্লাহ মল্লিক,শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল হাওলাদার,মোঃ ইউসুফ,ইব্রাহিম খলিল, মোঃ সিয়াম,লাবন্য আক্তার জ্যেতি,সুমাইয়া আক্তার ফাতেমা,সাদিয়া আক্তার লামিয়া,মারুফা,সুমাইয়া সুলতানা,মুন্নী খাতুন,সাহারা আক্তার তৃষা,শান্তনা দাস, জ্যেতি রানী পাল,সুমা খাতুন,আসাদুজ্জামান রাফি,রাহুল কুমার দাস,অর্পন পাল,আজিম শিকদার, রাজ্জাক প্রমূখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: