খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি :
খুলনা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে ৪ ডিসেম্বর বেলা ১১ টায় ফিজিক্যাল মেডিসিন বিভাগের সেমিনার রুমে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়।
ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান ডা: এ বি এম জাফর সাদিকের সভাপতিত্বে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ মেডিকেল অফিসার ডা: মো: আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল প্রফেসর ডা: দীন উল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা: গোলাম মাসুদ, খুমেক হাসপাতাল পরিচালক ( ভারপ্রাপ্ত) ও নিউরোসার্জারী প্রধান ডা: মোহসীন আলী ফরাজী, উপ পরিচালক ডা: নুরুল ইসলাম, কার্ডিওলজি বিভাগের প্রধান ডা মোস্তফা কামাল, মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা: এ বি এম সাইফুল আলম, সার্জারী বিভাগের প্রধান ডা: মাসুদ সাত্তার, অর্থোপেডিক সার্জারী প্রধান ডা: নজরুল ইসলাম, গ্যাস্ট্রোএন্টারোলজি প্রধান প্রফেসর ডা: শহীদুল হাসান মল্লিক, শিশু বিভাগের প্রধান ডা: রুখশানা পারভীন, কিডনী বিভাগের প্রধান ডা: আর্শাদুল আজীম।এছাড়া আরো উপস্থিত ছিলেন নিউরোলজিস্ট সহকারী অধ্যাপক ডা: এস এম আব্দুল আউয়াল, সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা: আসাদুল্লাহিল গালিব, নিওনাটোলজি বিভাগের প্রধান ডা: ফররুখ আহাম্মদ এবং অন্যান্য বিভাগের চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের মেডিক্যাল অফিসার ও বিশেষজ্ঞ ডা মো. আলাউদ্দীন
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: