খুলনা -বেনাপোল কমিউটার ট্রেন চালু

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তার কথা ভেবে গত ১৩ দিন ধরে খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন (বেতনা এক্সপ্রেস) চলাচল বন্ধ রাখা হয়।
ট্রেনটি বৃহস্পতিবার (০১ আগষ্ট) সকাল ৬ টা ১৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে সকাল সাড়ে আটটার দিকে বেনাপোলে এসে পৌঁছায়। একই ট্রেন সাড়ে ৯ টার দিকে ‘মোংলা এক্সপ্রেস’ নামে মোংলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। গত মঙ্গলবার দুপুর ২টায় ঢাকার রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়।
বেনাপোলের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ১৩ দিন পর আজ আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রায় ২০০ জন যাত্রী নিয়ে’ মোংলা এক্সপ্রেস’ নামে ট্রেনটি মোংলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে ১৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: