মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

খুলনা বার্মাশীল রোডে বস্তার গোডাউনে আগুন

14 November, 2024 6:10:19

নিজস্ব প্রতিনিধি ঃ 

মহানগরী খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে বড় বাজার সংলগ্ন স্টেশন রোড ও বার্মাশীল এলাকায় এ ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে টুটপাড়া, বয়রাসহ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে স্টেশন রোডের পাটের তৈরী বস্তা রাখার একটি গোডাউনে ধোয়া দেখে স্থানীয়রা ফায়ারসার্ভিসকে খবর দেয়। ফায়াস সার্ভিসের সদস্যরা আসার আগেই দ্রুত তা ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট রাত সোয়া ১১টায় লেখা পর্যন্ত দমকল বাহিনীর ৭টি ইউনিট, স্থানীয় জনতা ও আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানাযায়নি।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support