নিজস্ব প্রতিনিধি ঃ
খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ১ম ডিএসএ একাডেমী কাপ অনুর্ধ্ব- ১৬ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা শনিবার খুলনা জেলা স্টেডিয়াম ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলের গ্রুপ নির্ধারন করা হয়।
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নব গঠিত এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ বকতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে সভায় টুর্নামেন্টে অংশগ্রহনকারী মোট ১৬ টি দলকে ০৪ টি গ্রুপে ভাগ করা হয়। “ক প্রুপ”- বয়রা তরুন সংঘ ক্রিকেট একাডেমী, খুলনা ক্রিকেট একাডেমী, পাইকগাছা ক্রিকেট একাডেমী, সালাহউদ্দিন ক্লাসিক ক্রিকেট ক্লিনীক “খ প্রুপ”- এভারগ্রীন ক্রিকেট একাডেমী, গল্লামারী ক্রিকেট একাডেমী, ইয়ং ট্যালেন্ট ক্রিকেট একাডেমী, নিউ ক্রিকেট একাডেমী “গ গ্রুপ”- ক্রিকেট সলুশন, মোহামেডান ক্রিকেট একাডেমী, বেঙ্গল ক্রিকেট একাডেমী, খুলনা আবাহনী ক্রিকেট একাডেমী, “ঘ গ্রুপ”- লার্ন ক্রিকেট একাডেমী, অগ্রনী ক্রিকেট একাডেমী, জর্জি মেমোরিয়ার ক্রিকেট ক্লিনীক এবং স্কুল অব ক্রিকেট কোচিং অংশ নিবে।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোল্লা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন, কে এম জিয়াউস সাদাত, মেহেদী হাসান রোহান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আজিজুর রহমান জুয়েল, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশন, খুলনা জেলা শাখার আহবায়ক খন্দকার হাসিনুল ইসলাম নিক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শফিউল আলম সবুজ, মোঃ মাজহারুল ইসলাম শাহিন প্রমুখ। সভায় টুর্নামেন্টে অংশগ্রহকারী সকল দলের প্রতিনিধিগন অংশ নেয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260