শিরোনাম
খুলনা জেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি রিমনের মায়ের মৃত্যু ; দাফন সম্পন্ন
14 October 2024, 5:35:35
নিজস্ব সংবাদদাতা:
রূপসার নৈহাটী ইউনিয়নের ইলাইপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত এস.আই এসএম শফিকুল ইসলাম সফিকের সহর্মিণী, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব এসএম হারুনার রশিদের ছোট ভাইয়ের স্ত্রী ও খুলনা জেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি এসএম সাইফুল ইসলাম রিমনের মাতা শারমিন ইসলাম (৫৫) হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাব)। গত রোববার দিবাগত রাত ১২টা ৪০মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার (১৪ অক্টোবর) বাদ জোহর নামাজে জানাজা শেষে বাগমারা আল-আকসা দাখিল মাদ্রাসা সংলগ্ন জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাই কচি, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, যুগ্ম আহবায়ক শেখ রয়েল আজম, আলহাজ্ব আবু হারুনার রশীদ, , রবিউল ইসলাম রবি, খুলনা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ দিদারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ ওহিদুল ইসলাম, সাংবাদিক আল মাহমুদ প্রিন্স, মহিউদ্দিন তানসেন, শওকত আলী খান, সাংবাদিক এসএম আরিফুল ইসলাম রিপন, শরীফ আহমেদ মোল্লা, রিয়াছ উদ্দিন, জাসাস নেতা তায়েফ উদ্দিন দারা, সার্ভেয়ার মোঃ জাকির হোসেন, রূপসা থানা ছাত্রদলের সাবেক সভাপতি এসএম মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন লিপু, ইমরান হোসেন সবুজ, নজরুল ইসলাম প্রমুখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ
© বঙ্গ নিউজ 2025 - Developed by bd it support

























মন্তব্য: