খুলনা জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনে তলবী সভা ও দোয়া অনুষ্ঠিত | বঙ্গ নিউজ

খুলনা জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনে তলবী সভা ও দোয়া অনুষ্ঠিত

24 August 2024, 7:16:56

বঙ্গ ডেস্ক :

খুলনা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের তলবী সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আহবায়ক কমিটি গঠণ জেলা স্টেডিয়ামের প্যাভিলিয়ন রুমে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।

মোর্তুজা সেখের সভাপতিত্বে সৈয়দ আশরাফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন খন্দকার হাসিনুল ইসলাম নিক,আজিজুর রহমান জুয়েল,মঈনুল হাসান শিমুল,বরকাতুল্লাহ তুর্কি,জাবের আলী মীর,ফারুক হাসান,শাহীন সেখ।সভায় সকল সদস্যদের সম্মতিতে একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়। ৬ জন উপদেষ্টা ও ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠণ করা হয়।খন্দকার হাসিনুল ইসলাম নিক কে আহবায়ক ও সৈয়দ আশরাফুল ইসলাম টুটুলকে সদস্যসচিব নির্বাচিত করা হয়।আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন রফিকুজ্জামান লাভলু,মো: সোহরাব হোসেন,মো: জাফরী নেওয়াজ চন্দন, মো: মনিরুজ্জামান মনি,মো:মঈনুল হাসান শিমুল,মো: বরকত উল্লাহ তুর্কী, মো: ফরিদ আহম্মদ রিপন,মো: সালাউদ্দিন উজ্জ্বল,মো: জাবের আলী মীর, মো: আজিজুর রহমান জুয়েল ও মো:সামসুল আলম রনি।

সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা মোল্লা খায়রুল ইসলাম, বিএম খায়রুল আলম, মুনসুর আজাদ,মোল্লা আফরুল ইসলাম,এহসানুল হক,মো: আমানত আলী হাওলাদার,মোস্তাক আহমেদ,জাকির হোসেন রিপন, তানজিদুর রহমান তাপস,আ: সবুর মল্লিক,ওয়াহিদুজ্জামান মিঠু,এস এম সোহেল,মঈনুল ইসলাম মঈন,খন্দকার মো: আক্তার হোসেন,মো: মোস্তাফিজুর রহমান, তোকিবুল ইসলাম লিটন,দিবা রায়,জাকির হোসনে মল্লিক পান্না,মো: শাহ আলম, শেখ আ: মান্নান,ওয়াহিদুজ্জামান লিটন,গিয়াসউদ্দিন বাবু,শারাফাত সেখ,এস এম ওয়াহিদুর রহমান অর্ঘ, মনিরুল ইসলাম হিল্লোল,এইচ এম মাসফিকুর রহমান মিরাজ, সৈয়দ নাজমুল হাসান লিটন,মো: জাহিদুল ইসলাম আদু,মাহমুদুল হাসান রুবেল,মো: আমিনুল ইসলাম আমিন,মো: মনিরুল ইসলাম মনির,জহির উদ্দিন বাবর,হুমায়ুন কবির রয়েল,মো: নাসিরউদ্দিন,মো: সাজ্জাদ হোসেন, মো: শফিকুজ্জামান দীপু,মো: ইয়াসিন খান,শফিউল আলম সবুজ,রেজা আল আমিন শুভ প্রমূখ।

সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন বিসর্জন দেওয়া ছাত্রসহ সকল মৃত্যুবরণকারী ব্যক্তিদের জন্য দোয়া মাহফিল করা হয়।তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: