রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

খুলনা গল্লামারী পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

2 August, 2024 12:19:28

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে পুলিশ।

্আজ শুক্রবার বিকাল ৫টা ৪৫ মিনিটে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিববাড়ি মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়।

এ সময় মুর্হুমূর্হু টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।  এতে পুরো গল্লামারী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

এর আগে শুক্রবার দুপুর ২টায় খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাঁধা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু করে আন্দোলনকারীরা। মিছিলটি শান্তিপূর্ণভাবে গল্লামারী মোড়ে পৌঁছায়। বিকাল ৩টা ১৫ মিনিটে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারী পৌঁছালে জিরোপয়েন্টের দিকে থেকে পুলিশ মিছিল লক্ষ্য করে টিয়ারসেল ছোড়ে।

 

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support