খুলনার রূপসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
রূপসায় মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ফারহা(৫) নামে এক শিশুর মৃত্যু হয়।
সে আনন্দনগর গ্রামের নওরোজ শেখের মেয়ে। পানিতে ডুবে শিশু ফারহার মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের সাবেক ইউপি সদস্য মনির ফকিরের (মামা) বাড়িতে ৯ অক্টোবর বুধবার সকালে নওরোজ শেখ তার দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বেড়াতে আসে।
ফারহা ও অন্য একটা শিশু খেলা করতে গিয়ে দুপুরের কোন এক সময় পরিবারের সকলের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।
পরবর্তীতে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে কোথাও না পাওয়ায় প্রায় দুই ঘন্টা পর পানিতে ভেসে থাকা অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: