মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে সিটিসি’র কর্মশালা অনুষ্ঠিত

26 September, 2024 11:19:12

 

নিজস্ব প্রতিনিধি:

উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় দিঘলিয়া উপজেলার সেনহানি ইউনিয়নের ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর দক্ষতা উন্নয়ন কর্মশালা আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় অত্র ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মশালার সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকবর সরদার। আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলেটেটর নাজমুন হাসিন রিপার সঞ্চলনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল। প্রকল্পের কার্যক্রম ও কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর মো: ফিরোজুল ইসলাম।

কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের সিটিসি’র অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ, মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, সারভাইভারদের সুরক্ষার জন্য ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বরাদ্দ ও বরাদ্দের সদ্বব্যবহার, জনসচেতনতা সৃষ্টিতে সারভাইভারের সুরক্ষা বিষয়ক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা, মানব পাচার প্রতিরোধ কমিটিকে সম্পৃক্তকরণের গুরুত্ব, কৌশল নির্ধারন ও কর্মপরিকল্পনা গ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
এ অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “প্রেরণার আলোকশিখা” নামক একটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে সাতক্ষীরা জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support