খুলনায় ভোরের দর্পন খুলনা ব্যুরো অফিসে চুরি

নিজস্ব প্রতিনিধি ঃ
দৈনিক ভোরের দর্পণ খুলনা ব্যুরো অফিসের ভেন্টিলেটর ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে খুলনা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, দৈনিক ভোরের দর্পণের খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম রায়হান, ২ নং ছোট মির্জাপুর রোড খুলনায় দীর্ঘ ১২ বছর যাবৎ সাংবাদিকতার কার্যক্রম চালিয়ে আসছিল। প্রতিদিনের মত গত ২৪ অক্টোবর শুক্রবার পেশাগত দায়িত্ব পালন শেষে কার্যালয় বন্ধ করে বাড়ীতে চলে যায়। পরদিন ২৫ অক্টোবর শনিবার দুপুর আনুমানিক ২ঃ৩০ মিনিটের দিকে কার্যালয়ে এসে দেখে তার কার্যালয়ের মেইন দরজার তালা মারা থাকা সত্ত্বেও ভিতর থেকে দরজা লক করা রয়েছে, তাৎক্ষণিক বাড়ির মালিক ও পার্শ্ববর্তী ব্যবসায়ীদের ডেকে এনে বিষয়টি দেখান, বাড়ির মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা পরবর্তীতে অফিসের পিছন পাশে গিয়ে দেখতে পায় ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকে কে বা কাহারা অফিসের ভিতরে থাকা তিনটি টেবিলের সকল ড্রয়ার খুলে মূল্যবান কিছু কাগজপত্র এবং নগদ ৩৫ হাজার ৭৪০ টাকা ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লবনচরা শাখার ১টি চেক বই নিয়ে যায় যার অ্যাকাউন্ট নাম ও চেক বইয়ের নাম্বার যথাক্রমে MO JAHANGIR ALOM, SENAL NO 2724576-2724600 চুরি করে নিয়ে গেছে। এছাড়াও ঘরের ভিতরে থাকা সাংবাদিকতা পেশার কাজে ব্যবহৃত একটি ভিডিও পেন ও ভয়েস রেকর্ডার চুরি করে নিয়ে গেছে।
এদিকে সাংবাদিকের কার্যালয়ে এ ধরনের চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারন জনগনের মাঝে আতংক বিরাজ করছে।
খুলনা সদর থানার অফিসার ইনর্চাজ মো. শফিকুল ইসলাম বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরাই মালামাল উদ্ধারের তৎপরতা সহ চোরকে সনাক্তের চেষ্টা চলছে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: