রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

খুলনায় ‘বিশ্বরঙ ‘ শোরুম উদ্বোধন

20 September, 2024 3:52:02

 

বঙ্গ ডেস্ক :
দেশের খ্যাতনামা ফ্যাশন ব্রান্ড ‘ বিশ্বরঙ’ এখন খুলনায়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মজিদ স্বরনিতে খুলনা শাখার উদ্বোধন হয়েছে।

স্বনামধন্য মডেল, নৃত্য শিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ‘বিশ্বরঙ’ খুলনা শাখা উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন দেশ বরেণ্য নৃত্য শিল্পী পান্না খান।

এ সময় খুলনার সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সুদীর্ঘ ২৯ বছরের পথচলায় বিশ্বরঙ দেশের ফ্যাশন ভাবনায় বৈচিত্র্য নিয়ে এসেছে। বিভিন্ন উৎসব ও পার্বন উদযাপনে তারা নিয়ে এসেছে ব্যতিক্রমের ছোয়া।

খুলনা শোরুমে শাড়ী, থ্রিপিস, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবী, ফতুয়া, টিশার্ট, শার্ট, মগ, বাচ্চাদের বাহারী সব ড্রেস পাওয়া যাবে।

বিশ্বরঙ এর সহযোগী ব্রান্ড হিসেবে থাকছে ‘শ্রদ্ধা’, ‘বি আর কোড বাই বিপ্লব সাহা’ এবং শিশুদের জন্য বিশেষ আয়োজন ‘বিশ্বরঙ কিডস’।

এছাড়া অনলাইনে www.bishworang.website.com এবং ফেসবুক পেইজ BISHWORANG অথবা ০১৮১৯২৫৭৭৬৮, ০১৭৩০০৬৮০৩০ নাম্বারে ফোন করে কেনাকাটা করা যাবে।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support