খুলনায় ‘বিশ্বরঙ ‘ শোরুম উদ্বোধন

বঙ্গ ডেস্ক :
দেশের খ্যাতনামা ফ্যাশন ব্রান্ড ‘ বিশ্বরঙ’ এখন খুলনায়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মজিদ স্বরনিতে খুলনা শাখার উদ্বোধন হয়েছে।
স্বনামধন্য মডেল, নৃত্য শিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ‘বিশ্বরঙ’ খুলনা শাখা উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন দেশ বরেণ্য নৃত্য শিল্পী পান্না খান।
এ সময় খুলনার সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সুদীর্ঘ ২৯ বছরের পথচলায় বিশ্বরঙ দেশের ফ্যাশন ভাবনায় বৈচিত্র্য নিয়ে এসেছে। বিভিন্ন উৎসব ও পার্বন উদযাপনে তারা নিয়ে এসেছে ব্যতিক্রমের ছোয়া।
খুলনা শোরুমে শাড়ী, থ্রিপিস, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবী, ফতুয়া, টিশার্ট, শার্ট, মগ, বাচ্চাদের বাহারী সব ড্রেস পাওয়া যাবে।
বিশ্বরঙ এর সহযোগী ব্রান্ড হিসেবে থাকছে ‘শ্রদ্ধা’, ‘বি আর কোড বাই বিপ্লব সাহা’ এবং শিশুদের জন্য বিশেষ আয়োজন ‘বিশ্বরঙ কিডস’।
এছাড়া অনলাইনে www.bishworang.website.com এবং ফেসবুক পেইজ BISHWORANG অথবা ০১৮১৯২৫৭৭৬৮, ০১৭৩০০৬৮০৩০ নাম্বারে ফোন করে কেনাকাটা করা যাবে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: