খুলনায় বয়রায় নির্মাণাধীন ‘কর ভবন’ থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু | বঙ্গ নিউজ

খুলনায় বয়রায় নির্মাণাধীন ‘কর ভবন’ থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

10 September 2024, 6:34:04

বঙ্গ ডেস্ক :

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- রাব্বি, আশরাফুল ও মামুন। মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

নিহত রাব্বির মামা আব্দুল বারেক জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। সকালে তিনি জানতে পেরেছেন কাজ করতে গিয়ে কর ভবন থেকে পড়ে গিয়ে রাব্বিসহ তিনজন মারা গেছেন। ওরা তিন জন কর ভবনে রড মিস্ত্রির কাজ করতো।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘কর ভবনে নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা। সেখানে অসাবধানতাবশত পাঁচতলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।’

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: