খুলনায় চাঁদাবাজি মামলায় ২ চাঁদাবাজ গ্রেফতার | বঙ্গ নিউজ

খুলনায় চাঁদাবাজি মামলায় ২ চাঁদাবাজ গ্রেফতার

21 September 2024, 2:08:31

বঙ্গ ডেস্ক:

খুলনায় চাঁদাবাজির মামলায় সাদমান খান সুপ্ত ও শোনেন মেহেবুব নামে দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শুক্রবার (২০ সেপ্টম্বর) রাতে খানজাহান আলী থানাধীন আলক পল্লী স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টম্বর) দুপুরে র‌্যাব-৬ খুলনার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর রাতে ফুলতলা উপজেলা হতে আবু হামজা বাঁধন কাজ শেষে বাড়ী ফেরার পথে খানজাহান আলী থানাধীন ইস্টার্ণগেট বিদ্যুৎ অফিসের সামনে যশোর-খুলনা মহাসড়কে উপর পৌছালে সাদমান খান সুপ্ত ও শোনেন মেহেবুব দুই ব্যক্তি তার গতিরোধ করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। একইসঙ্গে প্রাণ নাশের হুমকি দেওয়াসহ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকার করলে সাদমান খান সুপ্ত ও শোনেন মেহেবুবসহ অজ্ঞাতনামা আসামীরা বিভিন্ন ভয়ভীতি দেখানোসহ মেরে ফেলার হুমকি প্রদান করে। বাদী আসামীদের হাত থেকে বাঁচার জন্য ডাক চিৎকার দিলে আসামীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর আবু হামজা বাঁধন বাদি হয়ে খানজাহান আলী থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে আসামীদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল খানজাহান আলী থানাধীন আলক পল্লী স্কুল এলাকা থেকে অভিযান পরিচালনা করে চাঁদাবাজী মামলার তাদেরকে গ্রেপ্তার করে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: