খুলনায় গাঙচিলের ১৯৩ তম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত | বঙ্গ নিউজ

খুলনায় গাঙচিলের ১৯৩ তম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

24 October 2025, 9:08:13
স্টাফ রিপোর্টার:
 বাংলাদেশ শিল্পকলা একাডেমী খুলনায় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত গাঙচিল ১৯৩ তম সাহিত্য সম্মেলন ২৪ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভারত ও বাংলাদেশ থেকে চার শতাধিক কবি অংশ গ্রহণ করেন। গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় সভাপতি প্রফেসর ডঃ হানিফ সুসিফের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কবি আবদুল হক চাষী। প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় মহা সচিব গ্রুপ ক্যাপটেন ড. ইদ্রিস আলী, অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের কবি কাসেদুল্লামান সেলিম, কবি আহাদ আলী, চুয়াডাঙ্গার কবি খন্দকার আলী আজম, সাতক্ষীরার কবি সুকুমার দাস বাচ্চু, মাগুরার কবি পরেশ কান্তি কান্তি সাহা, নড়াইলের কবি এনায়েত হোসেন, ফরিদপুরের কবি বন্ধু বিয়াদ, গোপালগঞ্জের কবি দ্বীপল কান্তি বিশ্বাস দুর্জয়, বাগেরহাটের কবি সৈয়দ শওকত হোসেন, বরিশাল থেকে কবি জামান মনির, কুষ্টিয়া খেকে কবি রুশদি,রূপসার কবি মো: মোস্তাফিজুর রহমান  প্রমুখ।
সম্মেলনে ভারত থেকে অংশ নেন কবি শাকিল আহমেদ, কবি মনোমোহন দে, কবি কল্যাণ কুমার চট্টোপাধ্যায়। সমগ্র আনুষ্ঠানমালা পরিচালনা করেন মনিরুজ্জামান লাবলু, কবি শাহজাহান মুরাদ, কবব সৈয়দ আলী হাকিম, খান আখতার হোসেন
 পষ্ঠপোষকের জন্য পুরস্কার পান জাহাংগীর চৌধুরী টিপু, আব্দুল কাইয়ুম জমাদ্দার, মোঃ আলমগীর হুমায়ূন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: