খুলনায় একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
বঙ্গ ডেস্ক :
খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ১ম ডিএসএ একাডেমী কাপ অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের খুলনা ও বরিশাল বিভাগের উপপরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার, সহকারী কমিশনার মোঃ মুনতাসির হাসান খান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ বকতিয়ার রহমান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা খায়রুল ইসলাম, শাহ্ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন রিপন, জিয়াউস সাদাত, মেহেদী হাসান রোহান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আজিজুর রহমান জুয়েল, আম্পায়ার্স এসোসিয়েশনের আহবায়ক খন্দকার হাসিনুল ইসলাম নিক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শফিউল আলম সবুজ, মাজহারুল ইসলান শাহীন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বয়রা তরুন সংঘ ক্রিকেট একাডেমী, সালাহউদ্দিন ক্লাসিক ক্রিকেট ক্লিনিকের মোকাবেলা করে। অপর খেলায় এভারগ্রীন ক্রিকেট একাডেমী, নিউ ক্রিকেট একাডেমীর মোকাবেলা করবে।
Developed by bd it support
